Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বড়বাড়িয়া ইউনিয়নের ইতিহাস

বাংলাদেশের গ্রামসমূহের নামকরণের ইতহাস বিশ্লেষণে দেখা যায় যে, বিভিন্ন গাছের নামে, মাছের নামে, বিশেষ ব্যক্তির নামে গ্রাম, শহর, বাজার, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগের নামকরণ হয়ে থাকে। বাংলাদেশে সেই অনাদি কাল থেকে মাছের ও গাছের প্রাচুর্যের প্রমাণ বহন করছে। চিতলমারী উপজেলার গ্রাম ও ইউনিয়নসমূহের নামকরণের এই ধারা ও ঐতিহ্য থেকে বিছিন্ন নয়। যেমন- চিতল মাছের নামে চিতলমারী, বোয়াল মাছের নামে বোয়ালিয়া এবং বড়বাড়ি নামের বড়বাড়িয়া ইউনিয়ন বা গ্রামের নামকরণ করা হয়েছে। এককালে বড় বড় বাড়ি থাকার কারনে গ্রামের নাম হয় বড়বাড়িয়া। এই বড়বাড়িয়া গ্রামের সাথে আরো কয়েকটি গ্রামকে সংযুক্ত করে গঠন করা হয় বড়বাড়িয়া ইউনিয়ন।

১৯৭০ সালে ‘বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্ট’ এর অধীনে কয়েকটি গ্রাম নিয়ে এককেকটি ইউনিয়ন গঠিত হয়। ১৭৭৫ সালে ‘লোকাল সেলফ গভর্নমেন্ট এ্যাক্টে’র অধীনে প্রতি জেলায় একটি করে জেলা বোর্ড  এবং কয়েকটি গ্রাম নিয়ে একেকটি ইউনিয়ন কমিটি গঠিত হয়। ১৯১৯ সালে ‘বেঙ্গল ভিলেজ সেলফ গভর্নমেন্ট এ্যাক্ট’ অনুযায়ী ইউনিয়ন কমিটি ইউনিয়ন বোর্ড নাম দেয়া হয়। ১৯৫৯ সালে আইয়ূব খান এক আদেশে ইউনিয়ন বোর্ডকে ইউনিয়ন কাউন্সিল নাম দেন। ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৭নং আদেশে ইউনিয়ন বোর্ডের নাম রাখা হয় ইউনিয়ন পঞ্চায়েত। পরে এ আদেশ বাতিল করে ১৯৭৩ সালে রাষ্ট্রপতির ২২নং আদেশ বলে ইউনিয়ন পঞ্চায়েতের বদলে ইউনিয়ন পরিষদ নাম রাখা হয়। এখন অবধি এটি বহাল আছে।

স্বাধীনতা-উত্তরকালে ইউনিয়ন নির্বাচন  অনুষ্ঠিত হয়- ১৯৭৩, ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২ ও ১৯৯৭ সালে।  কালে কালে চিতলমারী উপজেলাধীন ইউনিয়ন বোর্ড, ইউনিয়ন কাউন্সিল ও ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট/ চেয়ারম্যান পদে এক বা একাধিকবার দায়িত্ব পালনকারীদের নামের তালিকাঃ

 

বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদঃ

  1. রাজবিহারী বিশ্বাস, বড়বাড়িয়া
  2. ত্রৈলক্ষ্যনাথ মজুমদার, বড়গুনী
  3. মুন্সী ছরোয়ার জান, বড়বাড়িয়া
  4. বাবন সরদার, বড়গুনী
  5. মীর ছরোয়ার জান, ঘোলা
  6. শেখ মজিবর রহমান, বড়গুনী
  7. সৈয়দ নুরুল হক, ঘোলা
  8. মুন্সি কামরুজ্জামান, বড়বাড়িয়া
  9. শিকদার জালাল উদ্দিন, বড়বাড়িয়া
  10. ডাঃ অলিয়ার রহমান, বড়বাড়িয়া
  11. এস.এম আনোয়ার হোসেন, বড়গুনী
  12. মোঃ আবু দাউদ টুকু, বড়গুনী
  13. অহিদুজ্জামান পান্না, বড়বাড়িয়া