Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

 

মাসিক সভার সিদ্ধান্তসমূহ নাম

১। সাধারণ সভা

২। আইন শৃঙ্খলা

৩। ষ্টাডিং কমিটির সভা নারী নির্যাতনৎ

৪। নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটির সভা।

৫। দুর্যাগদ ব্যবস্থপনা

৬। কৃষি স্টাডিং

 

 

১নং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ

চিতলমারী, বাগেরহাট।

মাসিক সভার কার্য বিবরণী

তারিখ

স্থান : ইউনিয়ন পরিষদ ভবন

উপস্থিত সদস্যদের তালিকা

১। জনাব মো: মাসুদ সরদার            চেয়ারম্যান ইউপি

২। চমতকার খাঁ                             ইউপি সদস্য্য

৩। হাসিনা বেগম                              ইউপি সদস্য্

৪। নাজমা বেগম

৫। বাসুদেব মজুমদার

৬। আব্বাস আলী শেখ

৭। এমদাদুল হক

৮। কায়েম আলী শেখ

৯। মহাসিন মোল্লা

১০। মিজানুর রহমান

১১। জাহিদ ফকির

১২। সুনিল কুমার বৈরাগী

 

        অদ্যকার সভার সভাপতি আসন গ্রহন করেন। সভার শুরুতে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন। সভা শুরুতে বিগত সভার কার্য বিবরনী পাঠ করা হয় এবং উহাতে কোন আপত্তি না থাকায় সর্ব সম্মাতি ক্রমে অনুমোদন করা হয়।

 

        অতপর সভাপতি মহোদয় জানান যে, জানান যে, আমরা কাবিটা কর্মসূচীর আওতায় 2য় পর্যায়ে বরাদ্দ বাবদ 30000/- টাকার বরাদ্দ পাইয়াছি এখন উক্ত বরাদ্দের অনুকুলে প্রকল্প গ্রহণ প্রকল্প দাখিল করা প্রয়োজন। তিনি সভায় আরও জানান যে অতি দারিদ্রদের কর্ম সৃজন কর্মসূচীর আওতায় 18জন শ্রমিককে বরাদ্দ পেয়েছি। এখন আমাদের কে উক্ত বরাদ্দের অনুকুলে প্রকল্পের ব্যবস্থাপনায় কমিটি গঠন করা একান্ত প্রয়োজন।

        অতপর সভায় উপস্থিত সদস্যদের আলোচনায় তাহা গ্রহণ করেন এবং বিস্তারিত আলাপ আলোচনার পর নিম্ন লিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সিদ্ধান্তঃ কাবিটা বড়বাড়িয়া গাংচর মরানদী খালেরলোকমানের বাড়ী হতে দবির শেখ বাড়ী পর্যন্ত খাল পুনঃখরন। বরাদ্দ-৩,০০,০০০/=