Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

শ্রীমতি আমোদিনী বিশ্বাসঃ

 নিবাস হাড়িয়ার ঘোপ গ্রামে। মনসা দেবীর সাধিকা। সে একজন গনক ছিলেন। চুরি ও হাড়িয়ে যাওয়া মালের সন্ধান পেতে প্রতিদিন প্রচুর মানুষ তার কাছে ভীর জমাতো । সব গননা সঠি ক হতো না। অধিকাংশ ক্ষেত্রে হেয়ালিপূর্ন কথায় মানুষেরা বিপাকে পড়ে যেত। ভুল গননার দৃষ্টন্তও প্রচুর রয়েছে। ২০০৮ সালে তার মৃত্যু হয়।

 শ্রী শ্রী জলধর ব্রক্ষচারীঃ

 ব্ড়বাড়িয়া ইউনিয়নের চিংগড়ী গ্রামে জন্ম গ্রহন করেন। চিংগড়ী গ্রামে তিনি একটি আশ্রম প্রতিষ্ঠান করেছিলেন। বর্তমানে আশ্রমটি অস্তিত্বহীন।

 শ্রী শ্রী ভীষ্ম গোসাঁইঃ

বড়বাড়িয়া ইউনিয়নের দলুয়াগুনী গ্রামে জন্ম গ্রহন করেন। চিংগড়ী একটি আশ্রমস আছে । প্রতি বছর ১লা কার্তিক  ধর্মীয় উৎসব উৎপলেক্ষে এখানে মেলা বসে।