বড়বাড়িয়া ইউনিয়নটি মোট ১৪ টি গ্রাম নিয়ে গঠিত। গ্রামগুলো হচ্ছে বড়বাড়িয়া, ঘোলা, দলুয়াগুনী, বড়গুনী, চিলেনী, কালেনী, লক্সীপুর, মাছুয়ারকুল, খাগড়াবৃুনিয়া, আড়ুয়ামাছুয়া, পরানপুর, হাড়িয়ারঘোপ, বাসাবাড়ী, চরবড়বাড়িয়া। তাছাড়া বড়বাড়িয়া ইউনিয়নের পঁশ্চিমে আটজুরী ই্উনিয়ন ও দক্ষিণে মধুমতী নদী। কলাতলা ইউনিয়নের অধিকাংশ মধুমতি নদীর তীরে অবস্থিত। প্রাকৃতিক প্রভাব ও ভৌগলিক অবস্থানের উপর ভিত্তি করে উপকূলীয় এলাকা দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন তীরবর্তী এবং অন্তবর্তী উপকূলীয় এলাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস